বাসমাহ স্কুল এন্ড
কালচারাল সেন্টার

আর্থিক সাহায্য

স্কলারশিপ নীতি

উদ্দেশ্য

যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপ বাংলাদেশের সকল স্কুলের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং BSCC এর বর্তমান শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন। আবেদনকারী শিক্ষার্থীর বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে, ১ জানুয়ারির মধ্যে। অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:

BSCC মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দেয়। স্কুল বাংলাদেশ থেকে এসব শিক্ষার্থীকে নির্বাচন করে এবং তাদেরকে ১০০% ফ্রি স্কলারশিপ দেয়, যা সমস্ত শিক্ষার খরচ বহন করে।
যে শিক্ষার্থী স্কলারশিপ পাবে, তাকে ভালো ফলাফল এবং সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে, যাতে স্কলারশিপ ধরে রাখতে পারে।

কীভাবে আবেদন করবেন?

স্কলারশিপের বিজ্ঞপ্তি আমাদের স্কুলের ওয়েবসাইটে এবং BSCC এর ফেসবুক পেজে প্রকাশিত হলে, আবেদন ফরম ভর্তি অফিস থেকে নেওয়া যাবে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনকারীদের শেষ দুই বছরের শিক্ষাগত রিপোর্ট এবং পুরস্কারের ডকুমেন্ট জমা দিতে হবে। তারপর BSCC ভর্তি অফিস থেকে তাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জানানো হবে।

স্কলারশিপের মেয়াদ ?

স্কলারশিপ গ্রেড ১ থেকে ৫ম পর্যন্ত প্রত্যেক উপযুক্ত শিক্ষার্থীর জন্য প্রদান করা হয়। আরও তথ্যের জন্য, দয়া করে স্কুলের ভর্তি অফিসে যোগাযোগ করুন অথবা basmahschoolbd@gmail.com এ ইমেইল করুন।