ভর্তি
ভর্তি নীতিমালা
ক. ভর্তির জন্য বাসমাহ স্কুল কর্তৃক নির্ধারিত বয়সে উপনীত হতে হবে।
ভর্তির বয়সঃ
১. প্রিকে-১: ৩১ ডিসেম্বরের আগে ৪ বছর পূর্ণ হতে হবে।
২. প্রিকে-২: ৩১ ডিসেম্বরের আগে ৫ বছর পূর্ণ হতে হবে।
৩. প্রথম শ্রেণী: ৩১ ডিসেম্বরের আগে ৬ বছর পূর্ণ হতে হবে।
খ. ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করতে হবে। যেমন:
১. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সার্টিফিকেট।
২. শিক্ষার্থীর চার কপি পাসপোর্ট সাইজ ও এক কপি স্ট্যাম্প সাইজের ছবি।
৩. বাবা-মায়ের এক কপি ছবি ও উভয়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
৪. শিক্ষার্থীর হেলথ রিপোর্ট।
৫. একাডেমিক রেকর্ড।
৬. দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ক্ষেত্রে পূর্বের শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র।
৭. শিক্ষার্থীর আইনগত অভিভাবক ছাড়া অন্য কেউ ভর্তি করাতে চাইলে, যথাযথ
ডকুমেন্ট সাবমিট করতে হবে।
গ. দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
ঘ. ভর্তি প্রক্রিয়াঃ
১. এডমিশন অফিসারের সাথে যোগাযোগ করা।
২. দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা।
৩. ভর্তি ফরম পূরণ করা।
৪. প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ সাবমিট করা।
৫. ভর্তি ফি ও প্রথম মাসের টিউশন ফি পরিশোধ করা।
বি:দ্র: প্রতিমাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে অবশ্যই টিউশন ফি পরিশোধ করতে হবে। বিলম্বে
পরিশোধ গ্রহণযোগ্য নয়।
যেসব জিনিস শিক্ষার্থীকে সরবরাহ করবেন
স্কুলের প্রথম দিন আপনার সন্তানকে যেসব প্রয়োজনীয় স্কুল সরঞ্জাম সরবরাহ করতে হবে:
১. মানসম্মতস্কুল ব্যাগ, মোজা, গেঞ্জি, সোয়েটার বা শার্ট।
২. টিফিনবক্স ও লাঞ্চবক্স।
৩. খাতা, কলম, পেন্সিল, সার্পেনার, এরেজার, এসাইনমেন্টবুক।
৪. হোমরুম টিচারের দেওয়া তালিকা অনুযায়ী অন্যান্য স্টেশনারি সামগ্রী।
ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন .
- বিন্নিপারা (ভাটিপাড়া), সোনারগাঁ, নারায়ণগঞ্জ -০১৯৩৩-৮৯০৮১১
- আরবপুর (দিঘীরপার), যশোর - ০১৯৫৮৫৮৯০১৭
- বাড়ীমজলিস , সোনারগাঁ, নারায়ণগঞ্জ - ০১৯৫৮৫৮৯০০২
- সনমান্দি , সোনারগাঁ, নারায়ণগঞ্জ - ০১৯৫৮৫৮৯০১০