...

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২০২৩ সালের শিক্ষা কার্যক্রমের সমাপ্তিতে আমেরিকান ইসলামীক স্কুল গুলোর সাথে সামঞ্জস্য বজায় রেখে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার ছাত্রদের মাঝে গ্রাজুয়েশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সোনারগাঁওয়ে তিনটি ক্যাম্পাস বিন্নিপাড়া ক্যাম্পাস, বাড়ী মজলিশ ক্যাম্পাস এবং সনমান্দী ক্যাম্পাসের মাধ্যমে পরিচালিত বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের পঞ্চম শ্রেণী এবং প্রিকে-১ ও প্রিকে-২ এর ছাত্রদের গ্রাজুয়েশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী সুন্দর ভবিষ্যত প্রজন্ম বিনির্মাণের স্বপ্নাদ্রষ্টা বাসমাহ স্কুলের প্রতিষ্ঠাতা মীর সাখাওয়াত হোসাইন।

গ্রাজুয়েশন প্রোগ্রামে মীর সাখাওয়াত হোসাইন বলেন যে, নিরক্ষরতা মুক্ত আগামী সুন্দর পৃথিবী গড়তে বাসমাহ স্কুলের বিকল্প নেই। বাংলাদেশের গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেড়িয়ে এসে, একবিংশ শতাব্দির বিশ্বব্যবস্থাকে সামনে রেখে বাসমাহ স্কুল নতুন এক শিক্ষা ব্যবস্থা প্রণয়ণ করেছে। বাসমাহ স্কুলের এই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা বিগত দুই বছরে বাংলাদেশে অভূতপূর্ব সাড়া ফেলেছে। মীর হোসাইন সাহেব আরো বলেন,আমরা আশান্বিত যে, আমেরিকান ইসলামীক স্কুলগুলোর সাথে সমন্বয়তা রক্ষা করে আমরা সামনের বছরগুলোতে আরো সফলতা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ।

উল্লেখ্য যে, আগামী ২০২৪ সালের নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে বাসমাহ স্কুল ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে জানা যায়। বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টারের কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় যে, বাসমাহ স্কুলগুলোতে এ বছর সীমিত সংখ্যক আসনে কেবল ভর্তি নেয়া হবে। ইতোমধ্যে অক্টোবর এবং নভেম্বর মাসে বাসমাহ স্কুলে ব্যাপক স্টুডেন্ট ভর্তি হওয়ায় বাসমাহ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানান। ভর্তির জন্য ০১৯৩৩-৮৯০৮১১ যোগাযোগ করতে বলা হয়েছে।

সোনারগাঁয়ে তিনটি ক্যাম্পাস তথা- বিন্নিপাড়া ক্যাম্পাস, বাড়ী মজলিশ ক্যাম্পাস এবং সনমান্দী ক্যাম্পাসের মাধ্যমে বাসমাহ স্কুল তাদের শিক্ষা কার্যক্রম সুনামের সাথে পরিচালিত করে যাচ্ছে। বাসমাহ স্কুলের পাঠদান পদ্ধতি সম্পন্ন আমেরিকান ইসলামীক স্কুলগুলোর আদলে প্রতিষ্ঠিত। তাই দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে বাসমাহ স্কুলের শিক্ষা ব্যবস্থা সম্পন্ন ভিন্ন এবং অনন্য। জেনারেল শিক্ষার সাথে ইসলামীক শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার। ইতোমধ্যে বাসমাহ স্কুলের ব্যাপক সুনাম-সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় যে,বাসমাহ স্কুলে তাদের সন্তানদের জেনারেল ও নৈতিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিসে শিশুদের অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.