নিয়ম ও বিধি
স্কুল আচরণ বিধি
নামাজের সময় করণীয়
- যথা সময়ে নামাজের জন্য উপস্থিত হতে হবে।
- নামাজের সময় কাতারবন্দি হয়ে যথাযথভাবে বসতে হবে।
- নামাজের আদব বজায় রাখতে হবে।
ক্লাসরুম রুলস
- যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে হবে।
- ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের জন্য সকল প্রস্তুতি সেরে নিতে নেব। বই খাতা পেন্সিল প্রস্তুত রাখতে হবে।
- ক্লাসে ছাত্র শিক্ষক সবাইকে সম্মান করতে হবে।
- নিজে অন্যের থেকে যেমন আচরণ আশা করি তেমন আচরণই অন্যের সাথে করতে হবে।
- ক্লাসে শিক্ষককের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে।
- কোন বিষয় বুঝতে না পারলে শিক্ষককে প্রশ্ন করতে হবে।
- সবসময় ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে।
- ক্লাসের অ্যাক্টিভিটি ও আলোচনায় অংশগ্রহণ করতে হবে।
- স্কুলের আসবাব/ফার্নিচার নষ্ট করা যাবে না।
- ক্লাস চলাকালীন শিক্ষকের অনুমতি ছাড়া শ্রেণিকক্ষ থেকে বের হওয়া যাবে না।
লাঞ্চরুম রুলস
- লাঞ্চের জন্য নির্ধারিত স্থানে লাঞ্চ করতে হবে।
- ফ্লোরে খাবার ফেলা যাবে না।
- খাবার শেষ না করে এক টেবিল থেকে অন্য টেবিলে যাওয়া যাবে না।
- খাবার সময় জোরে কথা বলা যাবে না।
- খাবার শেষ হওয়ার পর স্থানটি সুন্দর করে পরিষ্কার করতে হবে।
প্লে-গ্রাউন্ড রুলস
- খেলাধুলা স্কুলের সীমানার মধ্যে করতে হবে।
- কারো সাথে রাগারাগি বা ঝগড়া করা যাবে না।
- গাছপালা এবং স্কুলের বেড়া থেকে দূরে থাকতে হবে।
- নিরাপত্তা নীতি মেনে চলতে হবে।
- শিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে।
- স্কুলের মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
- স্কুলে চুইংগাম ফেলা যাবে না।
বাথরুম রুলস
- বাথরুম ব্যবহার করার পর পরিষ্কার করে রাখতে হবে।
- বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করতে হবে।
- বাথরুমে কাজ সেরে দ্রুত বের হয়ে যেতে হবে।
স্কুল প্রপার্টি রুলস
- স্কুলের ফার্নিচার এবং অন্যান্য সম্পদের কোনো ক্ষতি করা যাবে না।
- স্কুল উপকরণ যেমন কম্পিউটার, প্রজেক্টর, সাউন্ড সিস্টেম ইত্যাদি যত্ন সহকারে ব্যবহার করতে হবে।
- অনুমোদিত সময় ছাড়া কম্পিউটার ব্যবহার করা যাবে না।
করিডর রুলস
- করিডোরে চুপচাপ চলাফেরা করতে হবে। শোরগোল করা যাবে না।
- করিডোরে দৌড়াদৌড়ি বা ধাক্কাধাক্কি করা যাবে না।
- সবসময় রাস্তার ডান দিক দিয়ে হাঁটতে হবেএবং সামনে থাকা ব্যক্তির পিছনে হাঁটতে হবে।
- করিডর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।