...

চেয়ারম্যানের বার্তা

CEO Of Basmah.org

মীর হোসাইন

প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
(বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার)

আসসালামু আলাইকুম,

সন্তান পিতামাতার জন্য আল্লাহ তায়ালার দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত। এ নেয়ামত অবহেলায় নষ্ট হয়ে গেলে আমাদেরকে কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। পরিবর্তনশীল এই বিশ্বে টিকে থাকার জন্য কিছু দক্ষতার প্রয়োজন হয়। সেসব দক্ষতা অর্জন করানোর মাধ্যমে সন্তানকে যোগ্য করে তোলা পিতা-মাতার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য তারা সন্তানের জন্য এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠান খোঁজেন যা তাকে শুধু পুঁথিগত বিদ্যাই শিক্ষা দিবে না, বরং তাকে আত্মবিশ্বাসী, আত্মনির্ভরশীল, সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিকতাবোধসম্পন্ন একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। পাশাপাশি তার মধ্যে এমন কিছু যোগ্যতার বিকাশ ঘটাবে যা তাকে দ্রæত পরিবর্তনশীল বিশ্বের যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় সক্ষম করে তুলবে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে, আমাদের দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান কেবল পুঁথিগত বিদ্যাকেই সবকিছু মনে করে। দেশের শিক্ষাক্ষেত্রের এই শূণ্যতা পূরণের তীব্র আকাঙ্খা থেকে অস্তিত্ব লাভ করেছে ‘বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার’। বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার মূলত আমেরিকান ইসলামিক স্কুলের আদলে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। International Early Years Curriculum (IEYC), International Primary Curriculum (IPC) এবং বাংলাদেশ জাতীয় পাঠ্যক্রমের সমন্বয়ে রচিত হয়েছে আমাদের কারিকুলাম। ইতোমধ্যে সোনারগাঁও ও যশোরে গড়ে উঠেছে আমাদের আধুনিক শিক্ষাকাঠামোর পূর্ণাঙ্গ চারটি ক্যাম্পাস। সময়োপযোগী শিক্ষা আন্দোলনের এই অভিযাত্রায় বাসমাহ স্কুল চতুর্থ বছরে পদার্পণ করেছে। আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ৬০ জন শিক্ষক ও শিক্ষিকা এবং ২০ জন কর্মী। শিক্ষার্থীবান্ধব পরিবেশ, শীতাতপ নিয়ন্ত্রীত মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রশস্ত মাল্টিকম্পেøক্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বছরব্যাপী নানা সাংস্কৃতিক কার্যক্রম, সিসি টিভি ও সিকিউরিটি গার্ড বেষ্টিত নিñিদ্র নিরাপত্তা ও একুশ শতকের মানোত্তীর্ণ শিক্ষাব্যবস্থার কারণে আমাদের স্কুল ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। জেনারেল শিক্ষার পাশাপাশি আমরা শিক্ষার্থীকে ইসলামী পরিবেশে বেড়ে ওঠার জন্য ব্যবস্থা রেখেছি ইসলাম শিক্ষা, জরুরী মাসআলা শিক্ষা ও অনুশীলন, পবিত্র কোরআন মুখস্ত করা, শিক্ষকদের সাথে নামাজ আদায় করা ছাড়াও বছরব্যাপী নানা ইসলামী অনুষ্ঠানের আয়োজন। ইংরেজি ভাষায় কথা বলার দক্ষতা অর্জনের জন্য আমাদের ক্লাসগুলো ইংরেজি ভাষায় পরিচালিত হয়। কিন্তু সেটা অবশ্যই শিক্ষার্থীর ধারণ ক্ষমতার সাথে সঙ্গতি রেখেই করা হয়। আমরা মনে করি, পরিবর্তশীল বিশ্বের চাহিদা মেটাতে দক্ষতানির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। আমাদের ছাত্র-ছাত্রীরা যেন সুনাগরিক হিসেবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্বব্যাপী মানবতার সেবক হিসেবে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাসমাহ স্কুল এন্ড কালচারাল সেন্টার।
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.